পারক্যাপিটা জিডিপি ২০২০ : ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 604 views
শেয়ার করুন

২০২০ সালের মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভবিষ্যদ্বাণী করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল গুঞ্জন।

ভারতের প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার সাথে সাথে, বিশ্বের মাথাপিছু জিডিপির দিক থেকে ভারত বাংলাদেশের নিচে নেমে যাওয়ার পথে রয়েছে। আইএমএফ অনুযায়ী ভারত আগামী বছর পুনরায় জিডিপি বৃদ্ধির হার বাড়াতে পারবে।

১৩ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত, আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের শেষে, ৩১শে মার্চ, ২০২১ এ ভারতের মাথাপিছু জিডিপি ১০.৫ শতাংশ হ্রাস পেয়ে ১,৮৭৭ ডলারে গিয়ে পৌঁছবে। এরপর ভারত কেবলমাত্র পাকিস্তান এবং নেপাল কে পিছনে ফেলে দক্ষিণ এশিয়ার তিন দরিদ্রতম দেশের মধ্যে একটিতে পরিণত হবে।

বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মাথাপিছু জিডিপি এখন ভারতের তুলনায় বেশি বলা হয়েছে। ডলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২০ সালে কেবলমাত্র ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ভারতকে ছাড়িয়ে ১,৮৮৮ ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

পাঁচ বছর আগে পর্যন্ত, ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ৪০ শতাংশ বেশি ছিল। গত পাঁচ বছরে বাংলাদেশ ভারতের তুলনায় তিনগুণ বেড়েছে। ভারতের মতো বৃহত্তর অর্থনীতির জিডিপি বৃদ্ধির হারের অর্থাৎ ৩.২ শতাংশের তুলনায় বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ৯.১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।


আরও পড়ুন